সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    করোনা রোধের বিধিনিষেধ বাস্তবায়নে সৌদিতে পুলিশের নতুন ইউনিট!

    d776fc8db4a3449c8459b17401eac486_18

    করোনাভাইরাস বিস্তারের লাগাম ধরতে পাঁচ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। আর এই নির্দেশনা বাস্তবায়নে পুলিশের একটি ইউনিট গঠন করা হয়েছে।   সৌদি সংবাদ সংস্থা এসপিএ’র বরাতে রয়টার্স বৃহস্পতিবার এমন খবর দিয়েছে।  

    এর আগে সৌদি জানিয়েছে, পাঁচজনের বেশি জমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যারা এই বিধিনিষেধ অমান্য করবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।  শপিংমল ও খুচরা বিক্রির দোকানে লোকজনকে জড়ো হতেও নিষেধ করা হয়েছে। 

    এছাড়া একই পরিবারের সদস্য না এমন লোকজনকেও একসঙ্গে জড়ো হতে বারণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  নতুন গঠিত পুলিশ ইউনিট এসব নির্দেশনার বাস্তবায়ন ও তদারক করবে। 

    সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি লোকজন মেনে চলছে কিনা; তাও দেখভাল করবে তারা।  সৌদি আরবে এখন পর্যন্ত ৩৩ হাজার ৭৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ২১৯ জন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !