ভারতের বোলিং কোচ হতে চান শোয়েব!
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় চেয়েছেন ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইয়ন মরগান। প্রয়োজনে জুলাইয়ের পর থেকে সব সিরিজকে টি-টোয়েন্টিতে পরিবর্তন করার পরামর্শ তার।
এদিকে, ভারতের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানি সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। করোনার প্রভাবে বলে লালার পরিবর্তে বিকল্প ব্যবস্থা করা হবে।
বিশ্বজুড়ে চলমান আছে কোভিড-১৯'য়ের প্রভাব। তবে কমতে শুরু করেছে উত্তাপ। তাই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় সবাই। মাঠে ফিরতে মুখিয়ে ক্রিকেটাররা। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছে অনেক সিরিজ। বন্ধ রয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া টুর্নামেন্টে।
তবে এখনো অপরিবর্তিত রয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে বসতে যাওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। কিন্তু অনিশ্চিয়তা যে কাটছেই না।
বিভিন্ন বোর্ড দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করলেও, আইসিসি এখনো সিদ্ধান্ত নেয়নি বিশ্বকাপের ব্যাপারে। ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইয়ন মরগান বিষয়টি নিয়ে রয়েছেন কিছুটা দুঃশ্চিন্তায়। লক ডাউনের কারণে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। ফিটনেস নেই স্বাভাবিক অবস্থায়। এমন পরিস্থিতি কাটিয়ে বিশ্বকাপের মতো মঞ্চে পারফর্ম করাটা চ্যালেঞ্জিং হবে। তবে নতুন এক পরামর্শ দিয়েছেন তিনি।
জুন থেকে নিয়মিত মাঠে নামার সুযোগ পেলে পরবর্তি ওয়ানডে সিরিজগুলো টি-টোয়েন্টিতে পরিবর্তেন। আর তা না হলে ঘরোয়া বিভিন্ন দলের সাথে বেশি বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ চাইলেন মরগান। চিরপ্রতিদ্বন্দ্বি ভারত পাকিস্তান। রাজনীতি থেকে খেলার মাঠ। দু'দেশের বৈরী সম্পর্ক চলমান যুগ যুগ ধরে। দু'দলের ক্রিকেট মাঠের লড়াই তাই পায় বাড়তি উত্তাপ। সম্পর্কের বৈরীতা চরম পর্যায়ে পৌঁছলে ২০১৩ সালের পর ভারতে সফর করেনি পাকিস্তান ক্রিকেট দল। আর ক্রিকেটারদের কথার লড়াই তো চলমান বিভিন্ন মাধ্যমে।
এমন অবস্থায় চমকে দেয়া খবর দিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সুযোগ পেলে তিনি নাকি ভারতের পেস বোলিং কোচ হতে চান। আর এমন খবরে স্বরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। একটি সোস্যাল মিডিয়ার অ্যাপে এমন আশার কথা জানান। তিনি বলেন, তার পেস বোলিং অভিজ্ঞতা দিয়ে ভারতীয় বোলারদের আরো গতিশীল ও বিচক্ষণ করে তোলতে চান।
এদিকে, করোনা ভাইরাসের কারণে এখন প্রশ্নের মুখে থুথুর ব্যবহার করে বলের সাইনিং বাড়ানোর ব্যাপারটি। বেশি সুইং পেতে বরাবরই দেখা যায় বোলাররা থুথু ব্যবহার করে বল ট্রাউজারে ঘষে বলে সাইনিং বাড়ান। করোনার বিস্তারের পর থেকে কথা উঠছে বলে থুথুর ব্যবহার আর করা উচিত হবে কিনা? এমতাবস্থায় লালা ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।
তবে ক্রীড়া সামগ্রী তৈরীকারী প্রতিষ্ঠান কুকাবুরা দিয়েছে সুখবর। বলে লালার পরিবর্তে ব্যবহারের জন্য ওয়াক্স অ্যাপ্লিকেটর বানাচ্ছে প্রতিষ্ঠানটি। তাই লালার ব্যবহার নিষিদ্ধ করলেও চিন্তার কারণ নেই পেসারদের।
তবে বিশ্বব্যাপী খেলা বন্ধ থাকায় ম্যাচ পরীক্ষার সুযোগ পাচ্ছে না প্রতিষ্ঠানটি। খেলা শুরু হওয়ার ১ মাসের মধ্যে ম্যাচ পরীক্ষার পর উন্মুক্ত করা হবে বাজারজাত করার জন্য।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.