Tuesday, September 23.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

রাশিয়ায় একদিনে রেকর্ড ১০৬৩৩ জনের করোনা শনাক্ত!

ebola

কোভিড-১৯ মহামারী বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়েছে। নতুন নতুন অঞ্চলে এই ভাইরাস থাবা বসাচ্ছে। করোনার প্রাদুর্ভাব রাশিয়ায় প্রথম দিকে দেখা না গেলেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

রাশিয়ায় একদিনে রেকর্ড ১০ হাজার ৬৩৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। দেশটিতে রোববার ১০ সহস্রাধিক আক্রান্ত ও ৫৮ জন মারা গেছে। দেশটির সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা মস্কোতে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

এর মধ্য দিয়ে সংক্রমিত লোকের সংখ্যা এক লাখ ৩৪ হাজারে উন্নীত হয়েছে বলে দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে। সেন্টার থেকে পাওয়া তথ্যমতে, রাশিয়ায় গত ৩০ এপ্রিলের পর থেকে সংক্রমণ বাড়ছে।

রোজ আক্রান্তের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, মহামারী করোনাভাইরাসে রোববারের মৃতের সংখ্যা ৫৮ জনসহ তা এক হাজার ২২০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সেরে উঠেছেন এক হাজার ৬২৬ জন।

দেশটিতে মোট ১৬ হাজার ৬৩৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা শনাক্ত হয়। এটি বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে। 

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1