সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে উবার ইটস!


    এ বছরের ২ জুন থেকে বাংলাদেশে উবার ইটসের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সিঙ্গাপুরে উবারের আঞ্চলিক সদর দফতরও বন্ধ করে দিচ্ছে উবার। মঙ্গলবার (১৯ মে ) এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে উবার।

    সহজ ও নির্ভরযোগ্য উপায়ে খাবার পৌঁছে দেওয়ার স্লোগানে ঢাকায় যাত্রা শুরু করার এক বছরের মাথায় এমন সিদ্ধান্ত নিয়েছে উবার ইটস। ব্লগ-পোস্টে উবার জানায়, যদিও আমরা দুঃখিত যে উবার ইটস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু রাইড শেয়ারিং সেবার মাধ্যমে এদেশে আমাদের কমিউনিটিকে সেবা প্রদান করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

    গুরুত্বপূর্ণ কর্মী, ডেলিভারি পার্টনার, রেস্টুরেন্ট পার্টনার এবং গ্রাহক যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের ওপর যেন এই সিদ্ধান্তের প্রভাব কম হয় সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান কর্তব্য। আমরা আমাদের পুরো উবার কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই যারা প্রতিনিয়ত আমাদের সমর্থন করে গেছেন।

    ২০১৯ সালের ২৮ এপ্রিল রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল উবার ইটস। এছাড়া সিঙ্গাপুরে অবস্থিত উবারের আঞ্চলিক সদর দফতরটিও আগামী ১২ মাসের ভেতর বন্ধ করে দেয়া হচ্ছে।

    উবারের সিইও দারা খোসরওশাহী এক মেইল বার্তার মাধ্যমে তাদের কর্মকর্তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মেইলে তিনি জানিয়েছেন, সিঙ্গাপুরের পাশাপাশি উবার তাদের সান ফ্রান্সিসকোর অফিসটিরও ইতি টানতে যাচ্ছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !