সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    উহানের গবেষণা ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর প্রচুর প্রমাণ আছে: পম্পেও!

    image-290519-1584543244

    করোনা ভাইরাস চীনের উহানের গবেষণা ল্যাব থেকে ছড়ানোর অজস্র প্রমাণ হাতে আছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করে তিনি রোববার এ দাবি করেন। যদিও দেশটির গোয়েন্দা সংস্থা বলছে তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। খবর নিউ ইয়র্ক টাইমস 

    এবিসির ‘দিজ উইক’ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমাদের হাতে অজস্র প্রমাণ আছে যে এই ভাইরাস উহানের ল্যাব থেকে ছড়িয়েছে।’ মার্কিন গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছে, ভাইরাসটি মানবসৃষ্ট কিংবা জিনগত নয়। এই প্রতিবেদনের সঙ্গে পম্পেও একমত হলেও তার দাবি, উহানের ল্যাব থেকে ভাইরাসটি ছড়ানোর গুরুত্বপূর্ণ প্রমাণ আছে।

    তিনি বলেন, ‘গোয়েন্দারা কী বলেছে সেটা আমি দেখেছি। আমার বিশ্বাস করার কোনো কারণ নেই যে তারা এটা ভুল বলেছে।’ প্রতিবেদনটি বিশ্লেষণ করে কিছু কর্মকর্তারা বলছেন, সম্ভবত উহানের ল্যাবে করোনাভাইরাসে আক্রান্ত কোনো প্রাণি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখান থেকে কোনো কর্মী দুর্ঘটনাবশত প্রক্রিয়াটিতে সংক্রমিত হয়েছেন।তবে অনেকগুলো তত্ত্বের মধ্যে এটি একটি। 

    সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে, পম্পেওর এ অভিযোগের প্রেক্ষিতে চীনের সরকারি দল কমিউনিস্ট পার্টির দৈনিক গ্লোবাল টাইমস একটি সম্পাদকীয় ছেপেছে। মার্কিন এ সরকারি কর্মকর্তা ‘ধাপ্পাবাজি করছেন’ বলেছে তারা। আর ভাইরাসের উৎপত্তি উহানের ল্যাব থেকেই যে হয়েছে যুক্তরাষ্ট্রকে তার প্রমাণ হাজির করতে বলেছে সংবাদমাধ্যমটি। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !