সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনের পরই ভারতের অবস্থান!

    Korona

    ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রাণঘাতী এ ভাইরাসটির উৎস দেশ চীনের পরই এর অবস্থান। বর্তমানে চীনে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮২ হাজার ৯২৬ জন, আর ঠিক তার পরই আছে ভারত।

    এ দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় চীনে যেখানে আক্রান্ত হয়েছেন মাত্র ৭ জন, সেখানে ভারতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৬৩ জন। এ থেকেই বোঝা যায় কোন দিকে যাচ্ছে দেশটির করোনা পরিস্থিতি। ভারতে সংক্রমণে বড়সড় লাফ দিয়েছিল সোমবার।

    ওই দিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী দেশটিতে চার হাজার ২১৩ জন সংক্রমণের শিকার হয়েছিলেন, যা এখন পর্যন্ত রেকর্ড।  সেই তুলনায় কম হলেও মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছিলেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। বুধবারও সেই ছবিই দেখা গেছে দেশটিতে। 

    ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা এখন ২ হাজার ৫৫১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মৃতদের মধ্যে ৭০ শতাংশেরই অন্য আরও রোগ ছিল।  একই সঙ্গে দেশটিতে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

    এ পর্যন্ত ২৬ হাজার ৪০০ জন সুস্থ হয়ে উঠেছেন।  সারা ভারতে করোনায় সংক্রমণের তিন ভাগের প্রায় এক ভাগই মহারাষ্ট্রে। সেখানে ২৪ হাজার ৪২৭ জন এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯২১ জনের।

    গুজরাটে সংক্রমিত হয়েছেন আট হাজার ৯০৩ জন। তামিলনাড়ুতে করোনা ধরা পড়েছে আট হাজার ৭১৮ জন। দিল্লিতে আক্রান্ত সাত হাজার ৬৩৯ জন। এ ছাড়াও রাজস্থান (৪,১২৬), মধ্যপ্রদেশ (৩,৯৮৬), উত্তরপ্রদেশ (৩,৬৬৪), অন্ধ্রপ্রদেশ (২,০৯০), পঞ্জাবেও (১,৯১৪) সংক্রমণ বাড়ছে।   

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !