চীনের হাতে সেনা আটকের কথা অস্বীকার ভারতের!
ভারতের কোনও সেনা বা আইটিবিপি জওয়ানকে সীমান্ত থেকে চীন আটক করেনি বলে দাবি করেছেন ভারতীয় সেনা কর্মকর্তা। রোববার (২৪ মে) ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র আমান আনন্দ বলেন, সীমান্তে কোনও ভারতীয় জওয়ানকে আটক করা হয়নি। এই খবর সঠিক নয়।
এর আগে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতীয় সেনা ও কয়েকজন আইটিবিপি জওয়ানকে আটক করেছিল চীন। পরে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
তাদের অস্ত্রশস্ত্রও ফেরত দেয়া হয়েছে। একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ওই জওয়ানদের কিছুক্ষণের জন্য আটক করা হয়েছিল। গত কয়েকদিন ধরে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনার খবর বারবার শিরোনামে উঠে আসছে।
ইতিমধ্যে কিছু স্যাটেলাইট ইমেজে, ওই অঞ্চলে অন্তত ৮০টি তাঁবু বানিয়েছে চীনের সেনাবাহিনী। এমনকি তাদের কাছে বাংকার তৈরির মেশিনপত্র আছে বলেও জানা গিয়েছে। প্রথমে প্যাংগং তোসো লেক ও পরে গালোয়ান ভ্যালিতে চিনের সেনা পাঠানোর খবর সামনে আসে। প্রকাশ্যে আসে।
গালোয়ান ভ্যালিতে চীনা সেনাদের আনাগোনা বাড়ছে বলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হচ্ছে কয়েকদিন থেকে। ভারতীয় সংবাদমাধ্যম কতকাতা২৪ এর খবরে বলা হয়েছে, সম্প্রতি এমন খবরও শোনা যায় যে, লাদাখের বিখ্যাত প্যাংগং লেকের পূর্ব তীরে চীন একের পর এক চীনা জমায়েত করছে।
বাড়ানো হয়েছে নজরদারী। এই লেকের পূর্ব প্রান্ত চীনের অধীনে হলেও, পশ্চিম প্রান্ত ভারতের অধীনে। সেখানেই রাস্তা তৈরি করেছে ভারত। এটা নিয়ে তীব্র আপত্তি চীনের।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.