সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মাঠে নামছে অস্ট্রেলিয়া!

    image-167065-1555291696

    খেলায় ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জীবনঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গ্যাজেট উদ্ভাবন করেছে দেশটি। সেই প্রযুক্তি সঙ্গে করে প্রাক-মৌসুম অনুশীলন করবেন অজি ক্রিকেটাররা।   

    আপাতত প্র্যাকটিস সেশন চালু করছে সিএ। এটি চলাকালীন অস্ট্রেলীয় বোর্ডের প্রধান চিকিৎসক জন অৰ্চার্ড এবং ক্রীড়া বিজ্ঞান ও ওষুধ বিশেষজ্ঞ আলেক্স কৌন্টরিস উপস্থিত থাকবেন। শিগগির ক্রিকেট ফিরিয়ে আনতে এ মুহূর্তে বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে আলাপা-আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।  

    আইসিসি ও অস্ট্রেলিয়া সরকারের বিশেষ কমিটিতেও রয়েছেন অৰ্চার্ড ও কৌন্টরিস। ক্রিকেট মাঠে কী কী অনুশাসন, বিধিনিষেধ মেনে চলতে হবে, তা নিয়ে কাজ করছেন এ দুজন।  ফিল্ডের প্রটোকল হিসেবে আপাতত অনুশীলনে বল চকচকে করতে থুতু কিংবা লালা, ঘাম ব্যবহারে ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সামাজিক দূরত্ব মেনে চলাও বাধ্যতামূলক হচ্ছে।  

    নিয়মনীতি প্রসঙ্গে কৌন্টরিস বলেন, নেটে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে। একটি নেটে তিনজনের বেশি থাকতে পারবেন না। একধাপে শুধু একজন বোলারই থাকবেন। ব্যাটসম্যান ২২ গজ দূরে থাকবেন। এসব মেনে চললে সমস্যা হবে না। এরই মধ্যে এগুলো নিয়ে ক্রিকেটারদের অবহিত করা হয়েছে। তাদের বারবার বলা হচ্ছে- শারীরিক দূরত্ব বজায় রেখে চলবে।  

    মূল ক্রিকেট মাঠে অর্থাৎ ম্যাচে আসতে যাওয়া সম্ভাব্য পরিবর্তন নিয়ে তিনি বলেন, উইকেট শিকারের পর আনন্দ-উল্লাস করতে সতীর্থদের সঙ্গে হাই-ফাইভ করতে পারবেন না বোলাররা। তবে দূরত্ব বজায় রেখে হার্ডল করতে পারবেন। তাও যতটা সম্ভব সেটি এড়িয়ে চলতে হবে। 

     সিএ ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রধান বলেন, বিকল্প পথে উদযাপন করা যায় কিনা, সেই উপায় খুঁজতে হবে। কারণ পুরনো অভ্যাস রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়।  

    তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !