সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ডিভোর্স দিয়ে ২৫০ বছরের রেকর্ড ভাঙলেন বরিস!

    .com/

    ইতিহাস গড়ে বিবাহবিচ্ছেদ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। অবশেষে ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা উইলারের সঙ্গে জনসনের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় আইনি সিলমোহর পড়েছে। 

    আর এর সঙ্গেই ২৫০ বছর পর ব্রিটিশ ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন জনসন। তিনিই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি পদে থাকাকালীন সঙ্গীনিকে ডিভোর্স দিলেন। 

    সদ্য করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন বরিস। নিজেই জানান, ‘তার মৃত্যু সংবাদ ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন চিকিৎসকরা।’ ১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে মারিনা উইলারকে বিয়ে করেন বরিস।

    মারিনার বাবা একজন সাংবাদিক এবং মা ভারতীয় বংশোদ্ভূত। ইউরোপীয় এক স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন জনসন ও উইলার।

    জনসন ও উইলারের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১৮ থেকে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল।

    ২ বছর পর তা শেষ হল। উইলারের সঙ্গে ডিভোর্সের ফলে এবার প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ের রাস্তায় কোনো বাধা রইল না জনসনের। 

    গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন বরিস জনসনের প্রেমিকা ক্যারি। এ নিয়ে জনসনের সন্তান সংখ্যা হল পাঁচ। 

    এর আগে ১৭৬৯ সালে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী অগাস্টাস ফিৎজরয় পদে থাকাকালীন নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। তার ২৫০ বছর পর সেই রেকর্ড ভাঙলেন বরিস।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !