Wednesday, October 15.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

সেনাঘাঁটিতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া !

KnAAPO-Su-35-1

আলেপ্পোর সেনাঘাঁটিতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরীয় সরকার। উত্তর আলেপ্পো প্রদেশের একটি গবেষণা কেন্দ্র ও সেনাঘাঁটিতে লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। খবর-ইয়েনি শাফাক 

সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে এ ধরনের ইসরাইলি দ্বিতীয় হামলা প্রতিহত করেছে সিরিয়া। 

এক বিবৃতিতে সিরিয়ার সরকারি বাহিনী জানায়, ইসরাইল পূর্ব আলেপ্পোর আল সাফিরাহ সেনা ব্যারাকে হামলা চালিয়েছিল। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল গবেষণা কেন্দ্র। তবে এ বিষয়ে ইসরাইলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সম্প্রতি কয়েক বছরে ইসরাইল অনেকগুলো হামলা চালিয়েছে।

দেশটিতে ইরানের উপস্থিতি কৌশলগত হুমকি মনে করছে ইসরাইল।  এর আগে গত সপ্তাহে ইসরাইলি গণমাধ্যমে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেননেত বলেছিলেন, সিরিয়ায় অবস্থান করা ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1