সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    গর্ভকালীন পেটের ফাটা দাগ দূর করার সহজ ও কার্যকরী উপায়!

     Kim-Kardashian-FB7

    সন্তান প্রতিটি মায়ের জন্যই সুখ বয়ে আনে। তাইতো হাজারো কষ্ট ভোগ করে একজন মা সন্তান জন্ম দেন। সন্তান জন্মের সময় প্রায় সব মায়ের একটি সমস্যা দেখা দেয়।

    আর তা হলো পেটে সাদা কিংবা কালো ফাটা দাগ (stomach cracks) হয়ে যাওয়া। গর্ভকালীন এই পেট ফাটা দাগ (stomach cracks) অনেকের এমনি চলে যায়। অনেকের আবার সহজে যেতে চায় না।

    যা খুবই বিরক্তিকর, আর দেখতেও বাজে দেখায়। এক্ষেত্রে একটু সচেতন হলে খুব সহজে এই দাগ দূর করা সম্ভব।  

    রিলাক্সিন, ইস্ট্রোজেন ও করটিসল হরমোন বেড়ে গিয়ে মিউকোপলিসেকারাইড জমা করে। এটি যোজক কলা থেকে পানি শোষণ করে নেয়। এর ফলে যখনই পেটে টান পড়ে, তখনই ওই স্থানে দাগের সৃষ্টি হয়।

    এই সমস্যা বেশি দেখা যায় কম বয়সী নারীদের ক্ষেত্রে।

    চলুন জেনে নেয়া যাক এই বিরক্তিকর দাগ থেকে রক্ষা পাওয়ার উপায়-

    > অলিভ অয়েলের উপকারিতা সম্পর্কে নিশ্চয়ই জানেন। দাগ দূর করতে এটি বেশ কার্যকরী। তাই গর্ভকালীন অবস্থায় দুইবেলা অলিভ অয়েল পেটে ভালোভাবে লাগান। এতে দাগ পড়ার ভয় থাকবে না।

    > তাছাড়া এলোভেরা জেলও ব্যবহার করতে পারেন। এটিও বেশ ভালো কাজ করে।

    > পেট ফাটা দাগ (stomach cracks)  দূর করতে ট্রেটনইন ক্রিম বা লোশনও ব্যবহার করতে পারেন।

    > ক্যাস্টর অয়েলও পেট ফাটা দাগ (stomach cracks) দূর করতে ভালো কাজ করে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !