পেঁপের করোনা পজিটিভ, তাঞ্জানিয়ায় ল্যাবপ্রধান বরখাস্ত!
পেঁপের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর তাঞ্জানিয়ার ন্যাশনাল হেলথ ল্যাবরেটরির পরিচালক ও কোয়ালিটি ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির।
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি ওই ল্যাবরেটরিতে করোনাভাইরাস পরীক্ষার জন্য ব্যবহৃত কিটের মান নিয়ে প্রশ্ন তোলার একদিন পরই শীর্ষ ওই কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হলো। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাগুফুলি জানান, ফল ও প্রাণীর নমুনা সংগ্রহ করে সেগুলোতে মানুষের নাম ও বয়স লিখে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল ল্যাবরেটরিতে।
রিপোর্টে কিছু নেগেটিভ ও কিছু পজিটিভ এসেছে। প্রেসিডেন্ট মাগুফুলি জানান, একটি পাখি ও একটি ছাগলের নমুনার দুটোই পজিটিভি এসেছে; কিন্তু খরগোশের নমুনা পরীক্ষায় কোনো সিদ্ধান্ত দিতে পারেনি করোনা ল্যাব। বিষয়টি তোলপাড় সৃষ্টি করে তাঞ্জানিয়ায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তবে ল্যাবরেটরিটিতে করোনাভাইরাস পরীক্ষা অব্যাহত থাকবে। করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় শিথিল পদক্ষেপের কারণে ইতিমধ্যে সমালোচনায় পড়েছে তাঞ্জানিয়া সরকার।
তারা যথেষ্ট কঠোর হচ্ছে না এবং আসল পরিস্থিতি গোপন করছে বলেও অভিযোগ উঠেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঞ্জানিয়ায় এ পর্যন্ত ৪৮০ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ১৬ জনের।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.