Friday, February 21.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

আলেপ্পোয় ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডার নিহত!

image-281020-1582297444
সিরিয়ায় আবুল ফজল সারলাক নামের ইসলামি বিপ্লবী গার্ডসের এক কমান্ডার নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-আরাবিয়াহ এমন খবর দিয়েছে।   তবে সারলাকের মৃত্যু নিয়ে সাংঘর্ষিক তথ্য দিচ্ছে ইরানি গণমাধ্যম। আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, রোববার পূর্ব আলেপ্পো শহরে আইএসের বিস্ফোরক ফাঁদে তিনি নিহত হয়েছেন।  আর ফারস নিউজ বলছে, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়েছে। সিরিয়া ও ইরাকে কয়েক বছর ধরে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত ছিলেন সারলাক।  স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সিরিয়ার আলেপ্পোয় থাকতেন এই কমান্ডার। এছাড়ার শহরটিতে বিপ্লবী গার্ডসের প্রধান কার্যালয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।  ইরানি গণামধ্যম জানিয়েছে, আল-কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ ছিলেন সারলাক।  গত জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন গুপ্তহত্যার শিকার হন কাসেম সোলাইমানি।  সারলাক নিহত হওয়ার পর আল-কুদস ফোর্সের বর্তমান প্রধান ইসমাইল ঘানির সঙ্গে তার একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1