লকডাউনে হায়দরাবাদে আটকা স্বামী, দুশ্চিন্তায় আত্মহত্যা স্ত্রীর!
আত্মহত্যা |
লকডাউনে স্বামী বাড়ি ফিরতে না পারায় দুশ্চিন্তায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারের মেচ বস্তিতে। আত্মঘাতী ওই নারীর নাম জয়শ্রী (২৫)। তিনি ওই বস্তিতে শাশুড়ির সঙ্গে থাকতেন।
জিনিউজ জানিয়েছে, দুবছর হলো জয়শ্রীর বিয়ে হয়েছে। স্বামী হায়দরাবাদে এক হোটেলে কাজ করেন। সাত মাস আগে হায়দরাবাদ গেছেন। এর মধ্যে একবারও আসার সুযোগ পাননি তার স্বামী। তার ওপর টানা লকডাউন পড়ে যাওয়ায় তার আসা কার্যত অনিশ্চিত হয়ে পড়ে।
জয়শ্রীর বাবা ধনিরাম শৈব জানান, জামাই বাড়ি না আসায় বেশ কিছু দিন ধরে চিন্তিত ছিল তার মেয়ে। মেচ বস্তিতে শাশুড়ি ও জয়শ্রী একসঙ্গে থাকতেন। শাশুড়ি একটু বাইরে যেতে গায়ে আগুন ধরিয়ে দেয় জয়শ্রী।
তার কথায়, জামাই না আসতে পারায় দুশ্চিন্তায় ভুগছিলেন। সে জন্য তিনি আত্মহত্যা করতে পারেন। অগ্নিদগ্ধ অবস্থায় জয়শ্রীকে মালবাজার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.