ভারতে তৃতীয় দফা ‘লকডাউন’ শুরু, আক্রান্ত ও প্রাণহানি বাড়ছে!
প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে সংক্রমণ বাড়ছে দিন দিন। মৃত্যুর সংখ্যাও নিয়ন্ত্রণে আসছে না। এমতাবস্থায় তৃতীয় দফায় লকডাউনে গেছে গোটা দেশ। আজ থেকে শুরু হচ্ছে এই লকডাউন।
আপাতত আগামী দুই সপ্তাহ অর্থাৎ ১৭ মে পর্যন্ত এ লকডাউন চলবে। এর আগে গত ২৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট দুই দফায় লকডাউনে রয়েছেন ভারতীয়রা। আগের দুদফার তুলনায় এই ১৪ দিনে লকডাউন কিছুটা শিথিল হবে। তবে দেশজুড়ে বেশ কিছু বিধিনিষেধ আগের মতোই বহাল থাকছে।
তা মেনে না চললে শাস্তির মুখে পড়তে হতে পারে। দ্য হিন্দুর সোমবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪ ৯৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। এর আগে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় লকডাউনে ছিল ভারত। ১৫ এপ্রিল থেকে ৩ মে দ্বিতীয় দফা লকডাউন ছিল। দুদফায় ৪০ দিনের লকডাউনে ঘরবন্দি থেকে অনেক ভারতীয় কাজকর্ম হারিয়েছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.