ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে!
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এতে মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজারের বেশি মানুষের। মঙ্গলবার (১৯ মে) পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩২৮ জন, মারা গেছেন ৩ হাজার ১৫৬ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ২৩৩ জন। সোমবার (১৮ মে) সকালে দেশটিতে একদিনে রেকর্ড ৫ হাজার ২৪২ জন আক্রান্ত হয়। এরপর মহারাষ্ট্র, গুজরাট, তামিল নাড়ু ও অন্যান্য রাজ্যে নতুন করে আরও আক্রান্ত বাড়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ায়। এদিকে দেশটিতের লকডাউন ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে বিভিন্ন রাজ্যেই এ লকডাউন শিথিল করা হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্য মার্কেট, স্থানীয় যানবাহন, এমনকি স্যালুন পর্যন্ত খুলে দেয়ার নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। তবে স্কুল, কলেজ, থিয়েটায়, মল বন্ধই আছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, এ মহামারির বিরুদ্ধে লড়তে ভারত সময়মত সব পদক্ষেপ নিয়েছে। সূত্র: এনডিটিভি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.