পাকিস্তানের জিডিপির প্রায় সমান ভারতের করোনা প্রণোদনা প্যাকেজ!
পাক-ভারত |
করোনা সংকটের মধ্যেই ক্ষুদ্র ব্যবসা খাতে সহায়তা করতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ প্রতিবেশী পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের(জিডিপি) প্রায় সমান। মঙ্গলবার ঘোষণা করা ওই প্যাকেজের আকার হচ্ছে ২৬ হাজার ৬০০ কোটি ডলার।
যেটা ভারতের মোট জিডিপির ১০ শতাংশ হবে।-খবর নিউজইন এশিয়ার বিশ্বব্যাংকের তথ্যানুসারে, করোনা সংকটের পর পাকিস্তানের জিডিপিতেও তার আঘাত লেগেছে।
দেশটির জিডিপি এখন ২৮ হাজার ৪০০ কোটি ডলার। কার্যত ভারতের অর্থনৈতিক ত্রাণ প্যাকেজ ভিয়েতনাম, পর্তুগাল, গ্রিস, নিউজিল্যান্ড ও রোমানিয়ার চেয়েও বড়।
মোদির এই অর্থনৈতিক প্যাকেজকে স্বাগত জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তারা বলছে, ভারতে এর আগে কখনো ২০ লাখ কোটি রুপির এতবড় প্যাকেজ ঘোষণা করা হয়নি।
দলটির সভাপতি জেপি নাড্ডা বলেন, এটা ভারতের মোট জিডিপির ১০ শতাংশের কাছাকাছি হবে। প্রধানমন্ত্রীর সক্রিয় দৃষ্টিভঙ্গিতে ভারত স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।
জাপানের রাজস্ব সহায়তা জিডিপির ২০ শতাংশের বেশি হবে। হংকং ও অস্ট্রেলিয়াও তাদের জিডিপির ১০ শতাংশ অর্থনৈতিক সহায়তায় খরচ করছে। মোদি বলেন, দীর্ঘ সময় ধরে করোনা আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। কিন্তু এই সংকটকে ঘিরে আমাদের জীবন ধারা ঘুরতে থাকবে, তা আমরা হতে দিতে পারি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.