সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সৌদির তেল এলাকায় ফের বসানো হবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র?


    Surface%2Bto%2BAir%2BMissile%2Bsystem-SAM

    সৌদির তেলক্ষেত্র এলাকায় দুটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনরায় বসাবে বলে জানিয়েছে দেশটির ওয়াশিংটন-রিয়াদ সম্পর্ক নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের একটি দল। তারা বলছে, মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দেশটি থেকে তুলে নিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

    তাদের দাবি, এখনো ইরানের যে কোনো আগ্রাসন প্রতিহত করার ক্ষমতা সৌদি আরব রাখে। খবর- আল আরাবিয়াহ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে দুটি সৌদি আরব থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।

    অন্য দুটি প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে রেখে যাওয়া হয়েছে। আরাবিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলি শিহাবি বলেন, অপসারণ করা দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র যা আমেরিকান যোদ্ধাদের দুটি স্কোয়াড্রনকে আবর্তিত করে রক্ষা করতে আনা হয়েছিল। সুতরাং এটি খুব বেশি সংকেত হতে পারে না।

    সৌদি আরবের রাজনীতিবিদ ও উপসাগরীয় গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষণা সহযোগী ডা. হেশাম আলঘানাম বলেন, যে কোনো আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে সৌদি আরব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভালোভাবে মোতায়েন করেছে। 

    কিছু বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবের তেল নীতি নিয়ে মতবিরোধের কারণে আমেরিকা তার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। মার্কিন-সৌদি সম্পর্ক নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এমন দাবির বিরোধীতা করেছেন। 

    এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেছে, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে সৌদি আরবে থাকার কথা ছিল। ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদির আরামকো তেল উত্তোলন ক্ষেত্রে ইরানি হামলার জবাবে তাৎক্ষণিক মোতায়েন করা হয়েছিল। 

    নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, আমি মনে করি এটা সবাই জানত অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে, যতক্ষণ না পরিস্থিতি খারাপ হয়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !