পারস্য উপসাগরে মার্কিন হুশিয়ারিতেও দমে যাবে না ইরানি নৌবাহিনী!

পারস্য উপসাগরে নিজেদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানি নৌবাহিনী। বুধবার বার্তা সংস্থা ইসনার বরাতে রয়্টার্স এমন খবর দিয়েছে।
এর একদিন আগে মার্কিন যুদ্ধজাহাজ থেকে ইরানি নাবিকদের দূরে থাকতে হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
অজ্ঞাত সামরিক সূত্রের বরাতে ইসনা জানিয়েছে, পারস্য ও ওমান উপসাগরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌ ইউনিট অতীতের মতোই পেশাগত নীতিমালা অনুসরণ করে তাদের নিয়মিত মিশন অব্যাহত রাখবে।
মার্কিন নৌযানকে উত্যক্ত করা ইরানি জাহাজকে গুলি করতে গত মাসে হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানকে যুক্তরাষ্ট্র আবার নতুন করে হুশিয়ারি দিল।
নিরাপত্তা বাড়ানো, অস্পষ্টতা দূর করা ও ভুল হিসাবের ঝুঁকি কমাতে পরিকল্পনার কথা জানিয়েছে বাহরাইনভিত্তিক মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড।
এর আগে গত মাসে ১১টি ইরানি জাহাজ মার্কিন নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ ঘেঁষে বেশ কয়েকবার অতিক্রম করেছিল।
যেটাকে বিপজ্জনক ও উসকানিমূলক আচরণ বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সই হওয়া পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
এরপর দেশটির অর্থনীতিকে চাপে রাখতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যান ডোনাল্ড ট্রাম্প। যার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি অব্যাহত আছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.