ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের লাশ উদ্ধার!
ইসরাইলের তেলআবিব নগরীর পাশে নিজ বাসভবন থেকে রোববার দেশটিতে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত দু উইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড গণমাধ্যমকে জানান, হিরজলিয়া শহরতলির বাসভবন থেকে চীনা রাষ্ট্রদূতের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গত ফেব্রুয়ারির মাঝামাঝি এখানে নিযুক্ত হন। খবর আরব নিউজের।
৫৭ বয়সী রাষ্ট্রদূতের স্ত্রী-সন্তানরা তার সঙ্গে ইসরাইলে আসেনি। এর আগে তিনি ইউক্রেনে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসরাইলি দৈনিক হারেৎজের প্রতিবেদনে বলা হয়, চীনা রাষ্ট্রদূতকে তার বিছানায় মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে, তার দেহে কোনো আঘাতের চিহ্ন বা জখম ছিল না।
ইসরাইলের চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন!
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.