সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মৃত্যু বাড়লেও লকডাউন ওঠাতে মরিয়া ট্রাম্প!

    145334_bangladesh_pratidin_trump-file-pic

    যুক্তরাষ্ট্রে বলতে গেলে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, জুনের শুরুতেই দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়াবে। তবুও লকডাউন ওঠানোর সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ মে) অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি মাস্ক তৈরির কারখানা পরিদর্শনের সময় এ ব্যাপারে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। লকডাউন ওঠানো, সামাজিক দূরত্বের ওপর বিধি-নিষেধ তুলে নেয়ার কারণে করোনায় মৃত্যু বেড়ে যেতে পারে কিনা এবিসি নিউজের

    এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই বলে আপনি একটা অ্যাপার্টমেন্ট, বাড়ি বা অন্য কোথাও বন্দি হয়ে থাকতে পারবেন না। তাতে কি কিছু মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে? হ্যাঁ। কিন্তু আমাদের দেশকে খুলে দিতে হবেই। প্রাণঘাতী করোনাভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের।

    দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ২৭১ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন। প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের অনুমান, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে অন্তত ১ লাখ মানুষের প্রাণহানি হতে পারে।  বিশেষজ্ঞরা বলছে, এই মাইলফলক থেকে খুব বেশি দূরে নেই দেশটি।

    জুনের শুরুতেই মৃত্যু এক লাখে পৌঁছাতে পারে। তবে কোনো পরিসংখ্যানের দিকেই তাকাচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। তার সরকারের পরিকল্পনা এখন অর্থনীতির চাকা সচল করা। সে কারণেই লকডাউন ওঠাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে অর্থনীতি নিয়েই বেশি ভাবছেন ট্রাম্প।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !