সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    তুরস্ককে ইইউর সদস্য করতে আবারও এরদোগানের আহ্বান!

    image-154623-1552485706

    তুরস্ককে সদস্য করতে আবারও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইউরোপীয় ইউনিয়ন গঠনের বার্ষিকী উপলক্ষে তিনি শনিবার এক চিঠিতে ওই আহ্বান জানান। 

    এরদোগান বলেন, তুরস্কের সঙ্গে বৈষম্যের অবসান ঘটাতে হবে। তুরস্ক ও ইউরোপের মধ্যে সম্পর্কোন্নয়নের সব সুযোগ কাজে লাগাতে হবে।  তুরস্ককে সদস্য করলে আর্থ-রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে এই জোট শক্তিশালী হয়ে উঠবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।

    সদস্যপদ লাভের জন্য তুরস্ক ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নের আবেদন করে।  ২০০৫ সাল থেকে এ বিষয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত এ ক্ষেত্রে অনেক বাধা রয়ে গেছে। 

    এর মধ্যে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সীমান্তবিরোধ অন্যতম। এ ছাড়া মুসলিম দেশ হওয়ার কারণেও তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে নিতে চায় না এই জোটের কোনো কোনো সদস্য দেশ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !