অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে ব্রিটেন!
![]() |
| করোনা ভাইরাস |
করোনা ভাইরাসে বিপর্যস্ত ব্রিটেন ভয়াবহ অর্থনৈতিক মন্দার কবলে পড়তে যাচ্ছে। দেশটিকে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বেশ বেগ পেতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে দেশটিতে কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে সর্বশেষ একদিনে মারা গেছে ৫৪৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন ও বিধি-নিষেধের কারণে স্থবির হয়ে পড়েছে ব্রিটেনের অর্থনীতি।
ধীরে ধীরে স্মরণকালের সবচেয়ে মারাত্মক মন্দার দিকে এগুচ্ছে দেশটি, যা থেকে পুনরায় স্বাভাবিক হতে বেশ লড়াই চালিয়ে যেতে হবে ব্রিটিশ সরকারকে। এমনই সতর্কবার্তা দিলেন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সানাক।
ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সানাক বলেন, লকডাউনের কারণে অর্থনৈতিকভাবে চরম ক্ষতির শিকার যুক্তরাজ্য। এর প্রভাবে অনেকেই কাজ হারিয়েছে। সেই সাথে বেকারত্ব বাড়ছে।
যদি দীর্ঘ দিন এ পরিস্থিতি চলতে থাকে তাহলে আমাদের দেশের অবস্থা আরও খারাপ হবে। ব্রিটেন জুড়ে অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় এখন থেকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
লন্ডন কাউন্সিলার ও সাবেক মেয়র ব্রেন্ট কাউন্সিল পারভেজ আহমেদ বলেন, লকডাউন স্বাভাবিক হয়ে আসার পর ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা খুব কষ্টকর হয়ে পড়বে।
এ জন্য আগে থেকে পরিকল্পনা করতে হবে। যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। জুলাই মাসের শেষের দিকে ব্রিটেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে বলে মনে করছেন দেশটির সরকার প্রধান।
লকডাউনের প্রভাবে ব্রিটেন জুড়ে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে একেবারে বন্ধ হওয়ার পথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, পাশাপাশি অস্বাভাবিক হারে বেড়েছে বেকারত্বের সংখ্যা।
সরকারি পরিসংখ্যান মতে, শুধু এপ্রিল মাসেই বেকার ভাতার জন্য আবেদন করেছেন ব্রিটেনের ২০ লাখ নাগরিক।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.