ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সমর্থন চায় ওআইসি!
১৯৪৮ সালে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনি শরণার্থীদের নিজেদের ভূমি ও তাদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থনের আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
শুক্রবার ৭২ তম নাকাবা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি। বিবৃতিতে ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পূর্ণ সমর্থন দিতে আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক আইনের রেজুলেশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পশ্চিম জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করে দুই দেশের সমস্যা সমাধান প্রয়োজন।
ফিলিস্তিনিরা ১৯৪৮ সাল থেকে নাকাবা দিবস পালন করে আসছে। নাকাবা অর্থ বিপর্যয়।ইহুদিদের হাতে ওই সময়ে ফিলিস্তিনিদের বিপর্যয় ঘটেছিল।
ফিলিস্তিন-ইসরাইলের দ্বন্দ্ব ১৯১৭ সালের, যখন ব্রিটিশ সরকার বালফোর ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় বাড়ি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছিল।
ফিলিস্তিনিরা পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পার্শ্ববর্তী আরব দেশগুলোতে তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হওয়ার পরে ১৯৪৮ সালে ঐতিহাসিক ফিলিস্তিনের রাষ্ট্রের ওপর নতুন রাষ্ট্র ইসরাইলের ঘোষণা দেয়া হয়েছিল।
ওই সময়ে সশস্ত্র ইহুদি গোষ্ঠীগুলোর হামলায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছিল। এতে ৮ লাখ পরিবার গৃহহারা এবং ৫৩১টি আরব গ্রাম ধ্বংস হয়েছিল।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.