করোনা উত্তেজনার মধ্যেই তাইওয়ানকে ভয়ংকর অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র!

মহামারি করোনা ভাইরাস নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিরোধের মধ্যেই তাইওয়ানের কাছে ১৮ কোটি মার্কিন ডলারের হেভিওয়েট টর্পেডো অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প সরকার।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, চীন এমনিতে তাইওয়ানকে নিয়ে আগে থেকেই বিব্রত, টর্পেডো বিক্রির এই অনুমোদন দিয়ে বিতর্ক ও বিরোধে আরো ইন্ধন যোগাল ট্রাম্প প্রশাসন।
তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম মনে করলেও চীন তাদের নিজেদের অংশ বলে দাবি করে থাকে। বুধবার ( ২০ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এ বিক্রির অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন চীনবিরোধী হিসেবে পরিচিত ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী চাই ইং-ওয়েন।
এরপরই তাইওয়ানকে নিজেদের অখণ্ড অংশ মনে করা চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র সতর্ক করে দিয়ে বলেছেন, স্বশাসিত অঞ্চলটির বিচ্ছিন্নতা কখনো সহ্য করবে না বেইজিং।
আর তারপরেই তাইওয়ানকে অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত এ বিক্রয় অনুমোদনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয়, অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ সুরক্ষিত হবে।
এই অস্ত্র পাওয়ার মধ্য দিয়ে তাইওয়ানের নিরাপত্তার উন্নয়ন হবে। এছাড়া এটা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমকে-৪৮ এমওডি অ্যাডভান্সড টেকনোলোজির হেভিওয়েট টর্পেডোগুলো মার্কিন নৌবাহিনীর মজুত থেকে সরবরাহ করা হবে। এ টর্পেডো সাবমেরিন থেকেও নিক্ষেপ করা যায়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.