লাদাখের কাছে চীনা বিমানঘাঁটিতে যুদ্ধবিমানের উপস্থিতি বাড়ছে!
ভারতের লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। এর মধ্যেই লাদাখের কাছে বিমানঘাঁটি স্থাপন করেছে চীন। সেখানে যুদ্ধবিমানের উপস্থিতিও দেখা গেছে।
বুধবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নেয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশের একদিন পর লাদাখ সীমান্তে এমন দৃশ্য দেখা গেল।
উপগ্রহ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, প্যাংগং লেক থেকে ২০০ কিলোমিটার দূরে চীনা বিমানবন্দরে বড় ধরনের নির্মাণ কাজ চলছে। মূলত সেখানে যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখার ঘাঁটি প্রস্তুত করা হচ্ছে। আরেকটি ছবিতে কাছ থেকেই দেখা যাচ্ছে গারি গুনসা বিমানবন্দর।
সেখানে চারটি যুদ্ধবিমান পাশাপাশি দেখা গেছে। চীনের ‘পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স’-এর জে-১১ বা জে-১৬ যুদ্ধবিমান বলে ধারণা করা হচ্ছে সেগুলোকে। এই মডেলের যুদ্ধবিমানগুলো রাশিয়ান সুখোই ২৭-এর উন্নত সংস্করণ। এর সঙ্গে ভারতের সুখোই ৩০ এমকেআই'রও মিল রয়েছে।
সীমান্তের কাছে ১৪ হাজার ২২ ফুট উঁচুতে গারি গুনসা বিমানবন্দরটির চীনের জন্য অবস্থানগত খুবই গুরুত্বপূর্ণ। সেনা ও যাত্রীবাহী বিমান উড্ডয়নের জন্য ব্যবহৃত হয় এটি। তবে এতটা উঁচু থেকে সেখানে কেবল সীমিত যুদ্ধ সামগ্রী ও জ্বালানি বহন করা সম্ভব।
ভারতীয় বিশ্লেষকদের মতে, ওই এলাকায় মোতায়েন করা ভারতীয় যুদ্ধবিমানগুলো চীনা যুদ্ধবিমানের চেয়ে অনেক দীর্ঘ সময় আকাশপথে থাকতে পারবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.