করোনায় লাখো মৃত্যুর দুয়ারে যুক্তরাষ্ট্র!
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা ক্রমেই লাখের দিকে ছুটে যাচ্ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে ১১শ’ ছাড়ানো নতুন মৃত্যু নিয়ে সংখ্যাটি এরই মধ্যে ৯৮ হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) কভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১১২৭ জনের মৃত্যু হয়েছে।
একদিনে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। প্রায় ২১ হাজার নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৯ হাজার ৩১১ জন, যা বিশ্বে মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ লাখ ৩৬ হাজার ৯১১। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৫৪৮ জন মানুষের। সুস্থ হয়েছেন ২২ লাখ ৭৩ হাজার ২২৫ জনের।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ৩ লাখ ৪৯ হাজার। তৃতীয়স্থানে আছে রাশিয়া, ৩ লাখ ৪৪ হাজার।
এদিকে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে ভারতে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৭২৫; মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৯ জন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.