করোনার মধ্যেই চীনে ভূমিকম্প নিহত ৪
ভূমিকম্প |
করোনা বিপর্যস্ত চীনে এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে রিখটার স্কেলে ৫.০ মাত্রায় ভূমিকম্প হয়।
মঙ্গলবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইউনান প্রদেশের কিয়াওজিয়া কাউন্টিতে সোমবার সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে। এতে চারজনের মৃত্যুও ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এএফপি ও এনডিটিভির।
ইউনানের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ঝাওটোং শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ওই শহরে ৬০ লাখ মানুষের বসবাস। তাৎক্ষণিকভাবে ১৬টি শহরতলীতে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
চীনের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর চার মাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.