সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘করোনার চীনা ভ্যাকসিন হবে সবার পণ্য’!

    Vaccine
    করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। এ পর্যন্ত শতাধিক প্রতিষ্ঠান ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। এর মধ্যে আটটি ভ্যাকসিন এগিয়ে আছে। এই আটটির মধ্যে অন্যতম চীন।    

    ভ্যাকসিন তৈরিতে সফল হলে সেই দেশ বা প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যাপক লাভবান হতে পারে। বিশ্বজুড়ে এমন ভ্যাকসিনের চাহিদা রয়েছে কোটি কোটি। তাই আর্থিকভাবে লাভবান হওয়ার বিরাট সুযোগ রয়েছে।  

    তবে চীন বলছে, যদি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে দেশটি সফল হয়, তাহলে সেই ভ্যাকসিন হবে সর্বসাধারণের পণ্য।  চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়াং জিগাং রোববার (৭ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।     

     ওয়াং জিগাং বলেন, ‘বিশ্বজনীন মঙ্গল’ এর জন্য এই ভ্যাকসিন তৈরি করা হবে। করোনার ভ্যাকসিনের মাধ্যমে চীন আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে চায় বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। 

     এদিকে ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৭৩ হাজার ২৪৩ জন। মারা গেছেন ৪ লাখ ২ হাজার ৪৭ জন। 

     চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !