Wednesday, April 16.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

রাশিয়ার ইন্ধনে আফগানিস্তানে মরছে মার্কিন সেনারা!

image-320187-1593245180

রাশিয়ার ইন্ধনে মার্কিন বাহিনী এবং তাদের সহযোগী সেনা সদস্যরা আফগানিস্তানে তালেবানদের হামলায় মারা যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে।   

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস শুক্রবার এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করে।খবর ভয়েজ অব আমেরিকার।  

পত্রিকাটির খবরে উল্লেখ করা হয়, আফগানিস্তানে উগ্রপন্থী সংগঠন তালেবানকে মোটা অঙ্কের আর্থিক সহায়তার বিনিময়ে মার্কিন সেনা এবং তাদের মিত্রবাহিনীর সদস্যদের হত্যা করাচ্ছে রুশ সেনাবাহিনী।  এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে চিন্তা করছেন।

  গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৯ সালে আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় ২০ মার্কিন সেনা হত্যার ঘটনাটি এখনও বহস্যাবৃত।  কারা ওই হামলা করেছে- এ বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি যুক্তরাষ্ট্র।  

প্রায় ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তান থেকে বলতে গেলে খালি হাতেই ফিরতে হচ্ছে মার্কিন বাহিনীকে।  চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তালেবানদের সঙ্গে সেনা প্রত্যাহরের চুক্তি করে যুক্তরাষ্ট্র।  

এদিকে, দক্ষিণ এশিয়ায় আফগান যুদ্ধে মার্কিন সহযোগী হিসেবে পরিচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শুক্রবার দেশটির সংসদে এ বক্তৃতায় বলেছেন, আফগানিস্তানে মার্কিন বাহিনী পরাজিত হয়েছে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1