ইরাকে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে তুরস্কের বিমান হামলা!
উত্তর ইরাকে ৮০টিরও বেশি কুর্দি লক্ষ্যবস্তুতে আঘাত হেনে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা জানিয়েছে।
আলজাজিরা জানিয়েছে, অপারেশন ক্ল-ঈগল নামে ইরাকের উত্তরাঞ্চলের সন্দেহভাজন কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয়।
তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে জঙ্গিবিমানগুলো উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটার পোস্টে বলা হয়েছে, অপারেশন ‘ক্ল-ঈগল’ শুরু হয়েছে এবং আমাদের বিমান সন্ত্রাসীদের গুহাগুলো ধ্বংস করে দিয়েছে। ২০১৫ সাল থেকে উত্তর ইরাকে পিকেকে আস্তানায় নিয়মিতভাবে বিমান হামলা চালানো হয়।
পিকেকে বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভূক্তি করেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। তুরস্ক দাবি করেছে, গত তিন দশকে পিকেকে সন্ত্রাসীগোষ্ঠী নারী শিশুসহ ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.