গাজীপুর পল্লী বিদ্যুৎ-১ এ সদরে মিটারের আবেদনের নিয়ম!
গাজীপুর পল্লী বিদ্যুৎ-১ এ সদরে আবাসিক মিটারের অনলাইন আবেদনের জন্য প্রথমে যেতে হবে-
তারপর আবেদন লেখার উপর মাউস ধরলেই পপ ডাউন মেনু আসবে সেখান থেকে উপরের চিত্রের মত আবেদন করুন এ ক্লিক করলে যে ফরম আসবে তা যথা নিয়মে পূরণ করে আবেদন করতে হবে।
বিঃদ্রঃ আবেদনের পূর্বে অবশ্যই মিটারের ওয়্যারিং সম্পন্ন করতে হবে। না হলে আবেদন বাতিল হয়ে যাবে।
প্রি-পেইড মিটার ঃ
গাজীপুর পল্লী বিদ্যুৎ-১ এ সদরে প্রতিটি আবাসিক মিটারের সংযোগের আনুসাঙ্গিক খরচাদি-
মিটারের অনলাইন আবেদন ফি- 200 থেকে 250 টাকা
মিটারের ওয়্যারিং এর মালামাল - 1000 থেকে 1250 টাকা
ওয়্যারিং এর জন্য ইলেকট্রিশিয়ানের মজুরী- 800 থেকে 1000 টাকা
প্রিপেইড মিটারের জমা -(165 +10+25 ) =200 টাকা
বিশেষ খরচ - 250 থেকে 300 টাকা
---------------------------------------------------------------------------------------------------------------------
সর্বমোট খরচ= 2550 থেকে 3150 টকা
পোষ্ট-পেইড ঃ
গাজীপুর পল্লী বিদ্যুৎ-১ এ সদরে প্রতিটি আবাসিক মিটারের সংযোগের আনুসাঙ্গিক খরচাদি-
মিটারের অনলাইন আবেদন ফি- 200 থেকে 250 টাকা
মিটারের ওয়্যারিং এর মালামাল - 1000 থেকে 1250 টাকা
ওয়্যারিং এর জন্য ইলেকট্রিশিয়ানের মজুরী- 800 থেকে 1000 টাকা
প্রিপেইড মিটারের জমা -(965 +10+25 ) =1000 টাকা
বিশেষ খরচ - 250 থেকে 300 টাকা
---------------------------------------------------------------------------------------------------------------------
সর্বমোট খরচ= 3350 থেকে 3950 টকা
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.