সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    চেংডুতে মার্কিন কনস্যুলেট নিয়ন্ত্রণে নিল চীন!

    চেংডুতে মার্কিন কনস্যুলেট নিয়ন্ত্রণে নিল চীন

    দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুতে মার্কিন কনস্যুলেট সোমবার নিয়ন্ত্রণে নিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।   

    এর আগে গত সপ্তাহে টেক্সাসের হাউসটনের কনস্যুলেট থেকে তাদের উচ্ছেদের পর ভবনটি খালি কর দিতে হুকুম দিয়েছিল বেইজিং।  বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার মধ্যেই এই পাল্টাপাল্টি জব্দকরণে ঘটনা ঘটছে।  

    বেইজিংকে হাউসটনের ভবন ছাড়তে বলার আগে মঙ্গলবার সেখানকার কর্মকর্তাদের কিছু কাগজ পুড়িয়ে ফেলতে দেখা গেছে। অজ্ঞাত ব্যক্তিরা যার ভিডিও ধারণ করেন।  সোমবার সকাল ১০টায় সিচুয়ান প্রদেশের চেংডুর কনস্যুলেট বন্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর সামনের দরজা দিয়ে চীনা কর্তৃপক্ষ সেখানে প্রবেশ করেন।  

    শুক্রবার বেইজিং ঘোষণা করে যে যুক্তরাষ্ট্রকে তারা চেংডু কনস্যুলেট বন্ধ করতে নির্দেশ দিয়েছে।  ভবনটি খালি করতে আমেরিকানদের ৭২ ঘণ্টা সময় দেয়া হয়। হাউসটনের মিশন খালি করতেও চীনকে একই পরিমাণ সময় দেয়া হয়েছিল।  

    রয়টার্সকে এক ই-মেইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তে আমরা হতাশ। চীনে আমাদের অন্যান্য মিশন থেকে গুরুত্বপূর্ণ অঞ্চলটির লোকজনের কাছে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখবো।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !