সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    লাদাখে নতুন সড়ক নির্মাণ করছে ভারত!

    লাখাদ

    লাদাখে একটি নতুন সড়ক তৈরি করছে ভারত। হিমাচল প্রদেশের দারচা থেকে লাদাখকে যুক্ত করবে এই সড়ক। এটিকে খুবই কৌশলগত এবং তাৎপর্যপূর্ণ সড়ক বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার এমন খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।   

    সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, লাদাখ অঞ্চলের সীমান্ত ঘাঁটিতে সেনাবাহিনীর চলাচল ও ভারী অস্ত্রশস্ত্র পরিবহনের জন্য প্রায় ২৯০ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ হবে।  নতুন সড়কটি হিমাচলের দারচা হয়ে লেহ থেকে ৩৫ কিলোমিটার দূরে নিমুকে যুক্ত করবে। 

    মানালি-লেহ সড়ক এবং শ্রীনগর-লেহ মহাসড়কের পর লাদাখের সঙ্গে যোগাযোগের তৃতীয় সড়ক হচ্ছে এটি। কারগিলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হবে নতুন সড়কটি। প্রকল্পটির কাজ ২০২২ সালের শেষ দিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !