সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মধ্যপ্রাচ্য সফরের শুরুতে ইসরাইলে মাইক পম্পেও!

     .com/proxy/

    মধ্যপ্রাচ্য সফরের শুরুতে ইসরাইল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।   

    আলজাজিরা জানিয়েছে, সোমবার তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি নিয়ে আলোচনা ও আরব বিশ্বের অন্য দেশগুলোকে দলে ভেড়াতে পাঁচ দিনের সফরে সোমবার তেলআবিব পৌছান তিনি।  

    এক ভিডিও ফুটেজে যুক্তরাষ্ট্রের প্রধান এ কূটনীতিককে মার্কিন পতাকার রঙের মাস্ক পরে তেল আবিব বিমানবন্দরে একটি বিমান থেকে নেমে আসতে দেখা যায়।  ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পরই আমিরাত, বাহরাইন ও সুদান সফর করবেন পম্পেও।  

    গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে চুক্তি শান্তিচুক্তি সম্পন্ন হয়।  

    আমিরাত ও ইসরাইলের এ চুক্তি নিয়ে আরব এবং মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন একে ফিলিস্তনের ‘পিঠে ছুরি মারা’ বলে অভিহিত করেছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !