আমিরাতের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ইরানের!
তেহরানে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ইরান। ভূমধ্যসাগরে আমিরাতের নৌবাহিনী দুই জেলেকে গুলি করে হত্যা ও নৌকা জব্দের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানাতে তলব করা হয়। এ খবর জানিয়েছে তেহরানে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরব আমিরাতের কোস্ট গার্ড বেআইনি কাজ করেছে। দুই দেশের কোস্ট গার্ড দীর্ঘ দিন ধরে যে রীতি ও নিয়ম অনুসরণ করে আসছিল এ ক্ষেত্রে তা লঙ্ঘন করা হয়েছে। এ কারণে এ ঘটনার দায় আরব আমিরাত সরকারের বলে তেহরান উল্লেখ করেছে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় আটক মাছ ধরার ট্রলার ও জেলেদের মুক্তি পাশাপাশি জেলেদের মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনা স্বীকার করে বুধবার সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। এতে তারা ক্ষতিপূরণ দিতে সম্মত রয়েছে বলে খবরে জানানো হয়েছে। আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, ইরানের প্রতিবাদ ও বক্তব্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।
এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরানও অবৈধভাবে জলসীমায় প্রবেশ করায় আমিরাতের একটি জাহাজ ও ক্রুদের আটক করেছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.