সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ইরানি ক্ষেপণাস্ত্র কিনতে চান মাদুরো!

     image-337006-1597986886

    ইরান থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চান বলে ইঙ্গিত দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ইরান থেকে ক্ষেপণাস্ত্র কেনার আইডিয়াটা বেশ ভালো। তিনি এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এর একদিন আগে কলম্বিয়া বলেছে, ইরান ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের মধ্যে ভেনিজুয়েলা ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা বিবেচনা করছে।   

    শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকের এমন মন্তব্যে প্রতিক্রিয়ায় এ কথা বলেন মাদুরো।  ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রতিরক্ষামন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, এই আইডিয়াটা তাদের মাথায় কেন এলো না।  

    কলম্বিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি দাবি করেছেন, কলম্বিয়া সরকারের সঙ্গে যেসব আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কাজ করে তাদের কাছে এ তথ্য রয়েছে যে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানের কাছ থেকে মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনতে চান। এ ছাড়া রাশিয়ান ও বেলারুশের অস্ত্র কলম্বের সশস্ত্র গোষ্ঠীকে দিতে চান।  

    এরপর ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনার দাবি নাকচ করেন।  

    এবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিজে এ বিষয়ে প্রতিক্রিয়া দেখালেন। তিনি প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, ইরানের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্কের আলোকে স্বল্প, মাঝারি ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখা দরকার।  তবে ইরান এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।  সূত্র: ইয়েনি শাফাক

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !