ইমাম হোসাইনকে (রা.) নিয়ে টুইটে যা বললেন মোদি!
পবিত্র আশুরা উপলক্ষে রাসুলের (সা.) দৌহিত্র ইমাম হোসাইনের (রা.) প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার এক টুইটার বার্তায় ইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগকে স্মরণ করেন তিনি। টুইটারে মোদি লিখেন, ‘আমরা ইমাম হোসাইনের আত্মত্যাগকে স্মরণ করি। তার কাছে সত্য ও ন্যায়ের মূল্যবোধের থেকে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ ছিল না। সাম্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকার অনেকের জন্যই প্রেরণার।’
আনন্দবাজার পত্রিকা বলছে, গত এক বছরের বেশি সময় ধরে মোদি সরকারের বিভিন্ন পদক্ষেপে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধার্ঘ্যকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে নরেন্দ্র মোদি সংখ্যালঘুদের আস্থা অর্জনের লক্ষ্য ‘সব কা বিশ্বাস’-এর মন্ত্র নিয়েছিলেন। তবে লোকসভা নির্বাচনে জয়ের পর তিন তালাককে বেআইনি ঘোষণা, ৩৭০ ধারা বাতিল, এনআরসি ও নাগরিকত্ব আইনে সংখ্যালঘুদের মধ্যে আরও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করতে যাওয়ার পরে মোদি সরকারের ধর্মনিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.