বিয়ে করলেন ভারতীয় তারকা ক্রিকেটার!

মহামারী করোনাভাইরাসের মধ্যেই বিয়ে করেছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিজয় শঙ্কর। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরণের সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় এ অলরাউন্ডার।
বিজয় শঙ্কার বৈশালীর সঙ্গে তোলা দুটো ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন-শুধু আংটি ইমোজি। বিজয় শঙ্করের এমন পোস্টের পরই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন জাতীয় দলের সতীর্থসহ, নিকটআত্মীয়, বন্ধু ও ভক্ত-সমর্থকরা।
বিজয় শঙ্কর ক্যারিয়ারের নতুন ইনিংস গড়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সতীর্থ ক্রিকেটার লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহাল, শ্রেয়াস আয়ার, করুণ নায়ার, অভিনব মুকুন্দ ও জয়ন্ত যাদবসহ আরো অনেকেই।
সপ্তাহখানেক আগেই বিয়ে করেছেন ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় বিজয় শঙ্করের। এক বছর পর ইংল্যান্ডের মেলবোর্নে সবশেষ বিশ্বকাপে ওয়ানডে ম্যাচে অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে ১২টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদে খেলবেন বিজয় শঙ্কর।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.