কলকাতায় বিয়ের কেনাকাটা করতে গিয়ে ট্রাকচাপায় যুগলের মৃত্যু!
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বিয়ের কেনাকাটা করতে গিয়ে যুগলের মৃত্যু হয়েছে। শনিবার রাতে নিউ টাউনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দীপায়ন মুখোপাধ্যায় (২৯) ও মেধা পাল (২৭)।
জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে আগামী বছর তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এজন্য করোনা পরিস্থিতিতে ছেলে-মেয়ের বিয়ের প্রস্তুতি সেরে রাখছিল। পুলিশ জানায়, নিহত যুগল ওই রাতে নিউ টাউনের দিক থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। স্কুটারটি চালাচ্ছিলেন দীপায়ন।
পেছনে বসেছিলেন মেধা। নারকেলবাগান মোড়ে নির্মীয়মাণ সাবওয়ের কাছে একটি ট্রাক পেছন থেকে এসে স্কুটারে ধাক্কা মারলে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পলাতক ট্রাকচালকের খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.