ধর্ষণ করলেই খোজা করা হবে নাইজেরিয়ায়!
ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন পাস করল নাইজেরিয়ার কাদুনা রাজ্য। সেখানে কোনো ব্যক্তি ধর্ষণ করলে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে খোজা করা হবে। নতুন এ আইনে বলা হয়েছে, ১৪ বছরের নিচে কোনো শিশুকে ধর্ষণ করা হলে এ শাস্তির মুখোমুখি হতে হবে তাকে। খবর-স্কাই নিউজ।
কাদুনা রাজ্যের গর্ভনর নাসির আহমেদ এল-রুফাই বলেন, শিশুদের বিরুদ্ধে মারাত্মক অপরাধ প্রতিরোধে ও ভবিষ্যত সুরক্ষায় এ কঠিন দণ্ড সাহায্য করবে। খবরে বলা হয়েছে, নাইজেরিয়াতে করোনাকালীন সময়ে কয়েক মাসে ধর্ষনের হার অত্যাধিক বেড়ে গেছে।
তবে দেশটির নারী অধিকারকর্মীরা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিতে আহ্বান জানিয়েছেন। জেন্ডার অ্যাক্টিভিস্ট ও ধর্ষণের হাত থেকে বেঁচে যাওয়া ডরোথি নেজেমানজে বলেছেন, এমন আইন নাইজেরিয়ার অন্য রাজ্যগুলোতে গ্রহণ করা উচিত।
অবশ্য নাইজেরিয়ার কাদুনা রাজ্যে ধর্ষণের কঠিন শাস্তি আগে থেকেই ছিল। রাজ্যটিতে আগে প্রাপ্তবয়স্ক নারীদের ধর্ষণের শাস্তি ছিল ২১ বছরের কারাদণ্ড। আর সংখ্যালঘুদের ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.