হাসিনা ও এস্পারের মধ্যে ফোনালাপ !
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ড. মার্ক টি এস্পার গতকাল ১১ই সেপ্টেম্বর বাংলাদেশর প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন । ঐ ফোনালাপে প্রতিরক্ষামন্ত্রী এস্পার, কভিড ১৯ মহামারি মোকাবিলায় এবং প্রতিবেশী দেশগুলোর মঙ্গলার্থে শেখ হাসিনার সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন ।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ড. মার্ক টি এস্পার আজ ১১ই সেপ্টেম্বর বাংলাদেশর প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন । ঐ ফোনালাপে প্রতিরক্ষামন্ত্রী এস্পার, কভিড ১৯ মহামারি মোকাবিলায় এবং প্রতিবেশী দেশগুলোর মঙ্গলার্থে শেখ হাসিনার সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন ।
এই দুই নেতা এমন একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক বিষয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক শান্তিরক্ষা যা সকল দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করে। তাঁরা বাংলাদেশের সামরিক সক্ষমতার আধুনিকায়নের উদ্যোগ নিয়েও কথা বলেন।
উভয় নেতা পার্শ্বপরিক স্বার্থ ও মূল্যবোধের সমর্থনে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.