সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ট্রাম্প জাতিসংঘে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছেন: চীন!

       ট্রাম্প জাতিসংঘে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছেন: চীন

    জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়ানোর জন্য মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছে চীন।  কোভিড-১৯ মহামারী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বেইজিংকে জোরালোভাবে আক্রমণ করে বক্তব্য দেয়ার পর তারা ট্রাম্পকে দায়ী করে।  

    বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।  জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝং জুন সাংবাদিকদের বলেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায় কোভিড-১৯ মোকাবেলায় আন্তরিকভাবে লড়াই করছে; তখন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে।  

    তিনি বলেন, এ ব্যাপারে আমি জোর দিয়ে বলতে পারি যে যুক্তরাষ্ট্রের বক্তব্য সাধারণ পরিষদের স্বাভাবিক পরিবেশের সঙ্গে একেবারেই বেমানান।  এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প বিশ্বব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় বেইজিংকে দায়ী করে তাদের কঠোর সমালোচনা করেন এবং এ ভাইরাসকে তিনি ‘চীন ভাইরাস’ নামে অভিহিত করেন।  

    এক সমাবেশের বক্তব্যের কথা স্মরণ করে ট্রাম্প চীনের ছড়ানো এ ‘প্লেগের’ বিষয়ে পদক্ষেপ গ্রহণে বিশ্বের প্রতি আহ্বান জানান।  ট্রাম্প এ মহামারী ছড়িয়ে পড়া প্রশ্নে বারবার চীনকে দায়ী করে আসছে। এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় এ সংখ্যা অনেক বেশি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !