যাকে যেভাবে কাজে লাগাবেন!
* তুচ্ছ ব্যাপার নিয়ে যিনি বিরতিহীন কথা বলতে পারেন, অফিসের বিভিন্ন ডেস্কে ঘুরে ঘুরে কথা বলতে না পারলে যার রাতে ঘুম হয় না- এমন লোককে অফিসের মিটিং আয়োজনের দায়িত্ব দিন।
* যিনি কিছুতেই অন্যের ভালো বা সুখ সহ্য করতে পারেন না, সবসময় অন্যের সমালোচনায় ব্যস্ত থাকেন- এ ধরনের লোককে অফিসের সবার কাজের মাসিক প্রতিবেদন তৈরির কাজে লাগিয়ে দিন। এতে অফিসের সব কর্মচারীর আসল চেহারাটা দেখবেন বেরিয়ে আসবে।
* পোশাকে সবসময় ফিটফাট এবং মুখে জি স্যার, জি স্যার বলে ফেনা তুলে ফেলে এমন কেউ থাকলে তাকে আপনার পার্সোনাল সেক্রেটারি বানিয়ে নিন। আশা করি ভালো করবে।
* প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার চিন্তায় সবসময় স্মৃতিকাতর এবং ব্যস্ত থাকে এমন কেউ অফিসে থাকলে তাকে আর্কাইভ বিভাগের দায়িত্ব দিন।
* টেবিলে বসে যিনি সবসময় ঝিমান এবং সুযোগ পেলে একটুখানি ঘুমিয়েও নেন- মনে রাখবেন এমন লোক ম্যানেজমেন্ট বিভাগের জন্য খুব আদর্শ!
* ইন্টারনেট সংযোগ না থাকলেই যিনি খুব অস্থির হয়ে ওঠেন তাকে অফিসের কম্পিউটার বিভাগে নিয়োগ দিন।
* কোনো কিছু দেখলেই যিনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন, তাকে মার্কেটিং বিভাগে বসিয়ে দিন। আপনার পণ্যের প্রশংসা কীভাবে করতে হবে এ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না।
* যিনি আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে গাছের ফার্নিচার কখনো কাঠ দিয়ে তৈরি হয় না এবং তার যুক্তি শুনে আপনি সেটা বিশ্বাসও করবেন- এমন লোককে পাবলিক রিলেশন বিভাগে নিয়োগ দিয়ে দিন। এ বিভাগ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.