ভোডাফোনের কাছে হেগে হারল ভারত!
২০০ কোটি ডলারের কর দাবির মামলায় হেগের আন্তর্জাতিক আদালতে ভোডাফোন গ্রুপের কাছে হেরে গেছে ভারত সরকার। একই সঙ্গে ওই আদালত উল্টো ভারতকে ক্ষতিপূরণ বাবদ মামলার খরচ হিসেবে ভোডাফোনকে প্রায় ৫৫ লাখ ডলার দেয়ার আদেশ দিয়েছে।
শুক্রবার হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন ট্রাইবুনাল নেদারল্যান্ডসের কোম্পানিটির পক্ষে রায় দেয়। খবর রয়টার্সের। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সুদ ও জরিমানাসহ যে করদায় ভোডাফোনের ওপর ভারতের সরকার আরোপ করেছে, তা নেদারল্যান্ড ও ভারতের মধ্যে একটি আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন।
একটি সূত্র জানিয়েছে, সুদ ও জরিমানাসহ ২০০ কোটি ডলারের কর এবং আরও ১৮৯ কোটি ডলার ভোডাফোনের কাছে দাবি করেছিল ভারত। ভোডাফোন রায়ের পর যে বিবৃতি দিয়েছে, তাতে এই ক্ষতিপূরণের অংক গোপন রাখা হয়েছে। এদিকে রায়ের পর ভোডাফোনের শেয়ারের দাম শুক্রবার আগের দিনের চেয়ে প্রায় ১৩ শতাংশ বেড়েছে।
পুরনো কর দাবি ও চুক্তি বাতিলকে কেন্দ্র করে কেয়ার্ন এনার্জিসহ অনেকগুলি কর্পোরেট কোম্পানির সঙ্গে প্রায় এক ডজন মামলায় আটকে আছে ভারত সরকার। এসব মামলায় ভারত সরকারকে কয়েকশো কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে। প্রতিবেদনে রয়টার্স বলেছে, ভবিষ্যতে এই ধরনের আর্বিট্রেশন মামলার সংখ্যা কমাতে ভারত প্রায় ৫০টি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে। এছাড়া করের দাবি অব্যাহত রেখে ও বিদেশি কোম্পানিকে নীতিমালা পরিবর্তনের ক্ষেত্রে দায়মুক্তির বিষয়ে নতুন আইন প্রণয়ন করছে।
২০০৭ সালে হাচিসন হোয়াম্পোয়ার সঙ্গে ১১০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তির পর থেকে ভারতের সঙ্গে এই কর দাবির মামলায় আটকে আছে ভোডাফোন। অধিগ্রহণের জন্য ভোডাফোনের কাছে কর দাবি করেছিল ভারত সরকার, তার বিরোধিতা করেছিল কোম্পানিটি।
এই মামলায় ভারতের সর্বোচ্চ আদালত ২০১২ সালে ভোডাফোনের পক্ষে রায় দিলেও ভারত আইন পরিবর্তন করে পুরনো চুক্তির ওপরও করারোপের বিধান করে। এরপর ভোডাফোন ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন ট্রাইব্যুনালে মামলা করে। প্রায় ছয় বছর পর এ মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত।
সূত্রঃ যুগান্তর
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.