Tuesday, September 23.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ট্রাম্পকে ভোট দিলে স্বামীকে তালাক দেবে স্ত্রী!

image-347649-1600833193

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলে স্বামীকে তালাক দেয়ার ঘোষণা দিয়েছেন এক নারী।  শনিবার এক টুইটার বার্তায় বেভারলি এম নামে টেক্সাসের এই নারী এমন ঘোষণা দেন।  

বার্তায় তিনি জানিয়েছেন, তার স্বামী ট্রাম্পের একজন কট্টর সমর্থক। তার পরও তাকে চিরসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন।  এবার তার স্বামী যদি নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জো বাইডেনকে ভোট না দেন, তাহলে তিনি তাকে চিরতরে ত্যাগ করবেন। 

তার এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বিয়ে করেন বেভারলি। ২০১৬ সালে তিনি হিলারিকে ভোট দিয়েছিলেন।

কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর গত চার বছর খুবই বাজে সময় কেটেছে বলে জানান তিনি।  বেভারলি এম বলেন, ট্রাম্পের সমর্থকরা খুবই স্বার্থপর। এ জন্য স্বামীর ওপর তার অনেক রাগ জমা হয়ে আছে। আরটি

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1