সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে এক নারীকেই মনোনয়ন দেবেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সদ্য প্রয়াত বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের স্থলে আগামী সপ্তাহের মধ্যে এক নারীকেই মনোনয়ন দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই শুক্রবার ৮৭ বছরের গিন্সবার্গ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ফলে একই মেয়াদে ট্রাম্প সুপ্রিম কোর্টে তৃতীয় বিচারপতি নিয়োগের সুযোগ পাচ্ছেন। এর ফলে দেশটির সর্বোচ্চ আদালতে রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়বে।
স্বভাবতই এতে সুপ্রিম কোর্টে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা ডেমোক্রেটদের। শনিবার নর্থ ক্যারোলিনাতে নির্বাচনী র্যালিতে ট্রাম্প মঞ্চে ওঠার আগে তার সমর্থকরা ‘ওই পদ পূরণ করুন’ স্লোগান দেয়।
পরে ট্রাম্প তার ভাষণে বলেন, ডেমোক্রেটদের অভিযোগ সত্ত্বেও তিনি তার নির্বাচিতকে মনোনয়ন দেবেন। প্রধান বিচারপতি গিন্সবার্গের মৃত্যুতে দেশটির সর্বোচ্চ আদালতের খালি হওয়া বিচারপতির আসন পূরণ নিয়ে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের তুমুল রাজনৈতিক বিরোধ চলছে।
ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহেই আমি একজনের নাম সামনে নিয়ে আসব। তিনি একজন নারীই হবেন। আমার মনে হয় একজন নারীই হওয়া উচিত, কেননা সত্যিকারার্থে আমি পুরুষদের চেয়ে নারীদেরই বেশি পছন্দ করি।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, গিন্সবার্গের স্থলাভিষিক্ত কাকে করবেন সে ব্যাপারে এখনও কিছু জানেন না তিনি। রিপাবলিকান এ প্রেসিডেন্ট তার চলতি মেয়াদেই রক্ষণশীল ব্রেট কাভানহ ও নেইল গোরসাচকে সর্বোচ্চ আদালতের বিচারক পদে বসিয়েছেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকরা আমৃত্যু এ পদে থাকার সুযোগ পান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.