Sunday, July 20.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

রিয়ার জবানবন্দিতে ফেঁসে যাচ্ছেন যেসব বলিউড তারকা

 image-343394-1599740423

 মৃত্যুর প্রায় তিন মাস পর সুশান্ত মামলার নতুন মোড় নিয়েছে। সুশান্তকে মাদক সরবরাহসহ সেবন করতেন অভিযোগে গ্রেফতার হয়েছেন তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রিয়ার ভাইও গ্রেফতার হয়েছেন। 

 ভারতীয় আইন অনুযায়ী, মাদক সরবরাহ ও লেনদেনের মামলায় রিয়ার কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে।  তবে জেলে যাওয়ার আগে হয়তো বলিউডের আরও ২৫ জনকে ফাঁসিয়ে যাবেন রিয়া। 

 নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদে বলিউডে মাদক সেবন ও কারবারে জড়িত এমন ২৫ জনের নাম ফাঁস করেছেন রিয়া।  কারা আছেন সেই ২৫ জনের তালিকায়? তদন্তের খাতিরে তাদের নাম প্রকাশ করেনি এনসিবি।   

তবে ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্র জানিয়েছে, ওই তালিকায় রয়েছেন সাইফ আলী খানের কন্যা কেদারনাথ অভিনেত্রী সারা আলি খান। আরও আছেন রাকুল প্রীত সিং, ডিজাইনার সিমোন খামবাট্টা, সুশান্তের বন্ধু ও সাবেক ম্যানেজার রোহিনি আয়ার এবং চিত্রনির্মাতা মুকেশ ছাবরা।  

এদিকে গণমাধ্যমে নিজের নাম আসায় রাকুল প্রীত সিং গত ৯ সেপ্টেম্বর থেকে গা-ঢাকা দিয়েছেন। নিজের ফ্ল্যাটে আর আসছেন না। 

 জানা গেছে, রাকুল প্রীত যে ফ্ল্যাটে থাকেন, তা সাইফ আলি খানের বাড়ির ঠিক বিপরীতে। রাকুলের ফ্ল্যাটে প্রায়ই দেখা যেত সারাকে।  

এ বিষয়ে এনসিবির কাছে রিয়ার দাবি, রাকুল প্রীত, সারা ও প্রয়াত সুশান্তের সঙ্গে মাঝে মধ্যেই মাদক সেবন করতেন রিয়া। 

 তবে রিয়ার এমন মন্তব্যের পর সারা আলি খানের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।   

 জানা গেছে, রিয়ার বক্তব্যের পর মাদককাণ্ডে জড়িত অন্তত ১৫ জন বলিউড তারকা এখন এনসিবির পর্যবেক্ষণে রয়েছেন। 

 তাদের নাম প্রকাশ না করলেও এরা সবাই বলিউডের বি-ক্যাটাগরির অভিনেতা বলে জানিয়েছেন তারা।  

তথ্যসূত্র: জিনিউজ, হিন্দুস্তান টাইমস

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1