এবার বৈরুতে ভয়াবহ অগ্নিকাণ্ড!
লেবাননের রাজধানী বৈরুতে একের পর অঘটন লেগেই আছে। কয়েক সপ্তাহ আগে দেশটির রাজধানীতে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আলজাজিরার খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর আবার অগ্নিকাণ্ড এলাকাটিকে নরকে পরিণত করেছে। এর আগে বন্দরে বিস্ফোরণের ঘটনায় ২০০ মানুষ নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ হাজার জন। বিস্ফোরণে রাজধানী বৈরুতের হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, বন্দরের শুল্কমুক্ত অঞ্চলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, এলাকাটি সংরক্ষিত ছিল।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তেল ও টায়ারের একটি গুদাম ঘরে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয়। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, সামরিক হেলিকপ্টার থেকে আগুনে পানি ঢালা হচ্ছে।
লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জানিয়েছেন, কোনো উপাদান পুড়ছে বলে নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বলা হচ্ছে, আগুন একটি স্থানে সীমাবদ্ধ আছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অনেক বাসিন্দা শহর ছেড়ে চলে গেছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.