ইরানের ক্ষেপনাস্ত্রের কারণে উদ্বেগে আছি : ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের জনক!
অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পের জনক হিসেবে পরিচিত ইউযি রবিন বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইসরায়েলের জন্য বড় ধরণের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেছেন, ইরানের অ্যারোস্পেস বিভাগ সামরিক ও বেসামরিক ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। চলতি ২০২০ সালে তারা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। ইউযি রবিন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কথা স্বীকার করে বলেন, ইরানের আইআরজিসি এ সংক্রান্ত বিভিন্ন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে এবং সেগুলোর উন্নয়ন ঘটাচ্ছে।
এর আগে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ সংক্রান্ত বাস্তবতা স্বীকার করে দাবি করেছে, তারা চায় ইরানের উপগ্রহ প্রকল্পের বিরুদ্ধে সবাই সোচ্চার হোক।
ইরান এ পর্যন্ত বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পাশাপাশি বিভিন্ন ধরণের উপগ্রহ নির্মাণ করে সেগুলো মহাকাশে পাঠিয়েছে।
সূত্র : পার্সুটডে।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.